এজ ব্যবহারকারীদের ক্রোম ব্যবহারের পরামর্শ

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৪৭  
মাইক্রোসফটের এজ ব্রাউজার ব্যবহারকারীদের সতর্কবার্তা দিচ্ছে গুগল। বলেছে, এজ ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহার করা উচিত। এজের মাধ্যমে ওয়েব স্টোরে গেলেই ভেসে উঠছে ছোট পপ-আপ-এ এই বার্তা দেয়া হচ্ছে। ওই পপ-আপে লেখা থাকছে, “এক্সটেনশন নিরাপদে ব্যবহার করতে ক্রোম ব্যবহার করাটাই ভালো”। তবে নিরাপত্তা ইসু কেন রয়েছে, সে বিষয়ে কোনো কারণ ব্যাখ্যা করেনি টেক জায়েন্টটি। প্রসঙ্গত, ক্রোমের বেলায় স্বয়ংক্রিয়ভাবে এক্সটেনশনগুলোও আপডেট হতে থাকে। আবার নিরাপত্তা ত্রুটির ঝুঁকি থাকলে দূর থেকেই অনেক সময় অনেক এক্সটেনশন বন্ধ করে দেয় গুগল। কিন্তু এজের ক্ষেত্রে সেটি হওয়া সম্ভব নয়।